দৃষ্টিকোণ প্রতিবেদন, ২১ ডিসেম্বর।।
রাজ্যের বিভিন্ন জায়গার সাথে লংতরাইভ্যালী মহকুমায়ও ভূমিকম্প বিপর্যয়ের উপর মক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। । ত্রিপুরা রাজ্য ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে অবস্থিত। তাই হঠাৎ করে ভূমিকম্প হলে কিভাবে মানুষকে বাঁচানো সম্ভব এবং নিজেদের পাশাপাশি অন্যান্যদেরও জীবন হানির আশঙ্কা থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার তাই নিয়ে লংতরাইভ্যালী মহকুমা প্রশাসনের উদ্যোগে এক মক ড্রিল অনুষ্ঠিত হয়। লংতরাইভ্যালী মহকুমা শাসক উত্তম ভৌমিক জানান ভূমিকম্প বিপর্যস্ত এলাকা হিসাবে ছৈলেংটা বাজার সংলগ্ন মনু ব্রীজ এলাকা চিহ্নিত করা হয়েছে। ছৈলেংটা ইংলিশ মিডিয়াম স্কুলকে আপাতকালীন রিলিফ ক্যাম্প ও লংতরাইভ্যালী সরকারি মহাবিদ্যালয় কে আপাতকালীন হাসপাতালের রূপ দেওয়া হয়েছে । টাস্ক ফোর্স গঠন করে রেসকিউ টিমকে কেমন করে কার্য সম্পাদন করতে হয় তার ট্রেনিং দেওয়া হয়। আজকের এই মক ড্রিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা সারাদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে যোগদান করে। তাছাড়া স্বেচ্ছাসেবকরা যেভাবে পারদর্শিতার সাথে তাদের রেসকিউ এর কাজ করে দেখালো তাতে মহকুমা শাসক সহ উদ্ধাতন কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেন।