দৃষ্টিকোন প্রতিবেদন, ১৮ ডিসেম্বরে।।
রাজ্যের সমতল থেকে পাহাড়ে সমভাবে জনপ্রিয় এক নেতা হলেন জহর সাহা। বর্তমানে রাজ্য বিজেপির কিষান মোর্চার সভাপতি হর্টিকালচার কো-অপারেটিভ চেয়ারম্যান। জোট আমলে শুধুমাত্র প্রভাবশালির মন্ত্রীই ছিলেন, দীর্ঘ বাম আমলেও পাহাড়ি জনপদে জহর বাবুর এতটুকু জনপ্রিয়তা ক্ষুন্ন হয়নি। বিজেপি আমলেও জনজাতিদের কাছে তিনি যে কত প্রিয় নেতা জুমপুই হিলসের ইডেন লজের একটি ব্যতিক্রমিক ঘটনা তারই প্রমান। গত ১২ ডিসেম্বর কুমারঘাটে উত্তর ও উনকোটির কিষান মোর্চার নেতৃত্বের সাথে সাংগঠনিক বৈঠক শেষে জুম্পুই পাহাড়ের উদ্দেশ্যে ছুটে যান। উদ্দেশ্য ছিল সাংগঠনিক কাজের পাশাপাশি হিলসের সুপারি চাষিদের সমস্যা নিরসন করা। সন্ধ্যা রাতে ইডেন লজে পৌছলে উনাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সেখানকার নেতৃত্বদের ভীড় ছিল লক্ষণীয়। সেই ভীড়ের মধ্যেই একটি মানুষ ছুটে এসে জহরবাবুকে জড়িয়ে ধরে। আবেগপ্রবণ হয়ে বলতে থাকে "আমার প্রিয় নেতা আইছে"। সেই লোকটি কে বাহাদুর। জানা গেছে আনুমানি ৪০-৫০ বছর আগেই জুম্পুই এসেছিলেন তিনি। বর্তমানে ইডেন লজের অনিয়মিত কর্মচারী। সেই সময় থেকেই নাকি জহরবাবু যখনই জুম্পুই হিলসে সাংগঠনিক কাজে যেতেন বাহাদুরবাবু উনার পিছু পিছু। বর্তমানে বয়স বাড়লেও তার মধ্যে ফুর্তিটা ছিল অফুরন্ত। সাতসকাল সাংগঠনিক বৈঠক সেরে লজের বারান্দায় আসতেই জহর বাবুর গাছের ছুটে আসেন কে বাহাদুর। লজের আশপাশের জঙ্গল থেকে কতগুলো বনফুল ও বাহারি পাতা দিয়ে এনে সুন্দর করে একটি ফুলের তোড়া তৈরি করে স্বাগতম জানালেন প্রিয় নেতাকে। আশপাশের বাড়ি থেকে কতগুলো ফল এনে জহর বাবুর হাতে তুলে দিয়ে বলেন " স্যার আপনি ভালো থাকলেই আমরা ভালো থাকবো "। বাহাদুরবাবুর এই নিঃস্বার্থ প্রেম দেখে আবেগপ্রবণ হয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন জহরবাবু। এই গঠনা আবারও প্রমাণ করে পাহাড়ি জনপদে জহর সাহার জনপ্রিয়তা এতটুকু ক্ষুন্ন হয়নি।