ধর্মনগর প্রতিনিধি।
ভারতীয় জনতা পার্টিকে দেশ এবং রাজ্যের ক্ষেত্রে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগপূর্ণদিনে এক বিশাল ধিক্কার এবং প্রতিবাদ মিছিল সংঘটিত করল জেলা জাতীয় কংগ্রেস। এর প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিবার চন্দ্র রাঙ্খল, গোমতি জেলা কংগ্রেস সভাপতি, উত্তর জেলা কংগ্রেস সভাপতি অজিত দাস, জাতীয় কংগ্রেসের ধর্মনগর বিধানসভা কেন্দ্রের গত নির্বাচনে বিজিত প্রার্থী চয়ন ভট্টাচার্য, কংগ্রেস নেতা বাচিত চৌধুরী এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ পাল সহ জেলা এবং মহকুমার কংগ্রেস নেতৃবৃন্দ। এই প্রতিবাদ মিছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধর্মনগর শহরে এক সারা জাগানো পরিক্রমা করে। তারা জানায় বিজেপি একটি স্বৈরাচারী দল। তারা গণতন্ত্রকে কোন ধরনের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো যা ইচ্ছে তাই করে চলেছে। তাই সাধারণ মানুষের জন্য গণতন্ত্রের জন্য বিরোধী ইন্ডিয়া জোট আগামী নির্বাচনে জয়লাভ করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবে।